মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (২০ জুলাই ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
দণ্ডিতরা হলেন ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আবদুল মান্নান হাওলাদার ওরফে আবদুল মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমিন হাওলাদার।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদের মধ্যে মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ জামিনে রয়েছেন এবং নুরুল আমিন হাওলাদার পলাতক রয়েছেন।
যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিতদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে চারটি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, নারীসহ চারজনকে গুলি করে জখমের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর কথা বলা হয়েছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন