তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম পিকনিক স্পট মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্ক্ষলা বিষয়ক এক জরুরী সভা শনিবার (২৮ মে) ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় কাঁঠালতলী বাজার থেকে মাধবকুণ্ডগামী ৮ কিলোমিটার রাস্তায় সিএনজিচালিত অটোরিক্সা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়, ইজারাদার কর্তৃক পার্কিং এলাকা ব্যতিত রাস্তা থেকে টোল আদায়, মাধবকুণ্ড প্রবেশে অতিরিক্ত ফি আদায়, ভেতরে অব্যবস্থাপনা-অনিয়ম রোধ, নির্ধারিত রেটে ফি ও ভাড়া আদায়, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন রোধ, প্রযুক্তি সেবা আনয়ন, পর্যটক হয়রানি বন্ধ, টোল আদায়ের নামে ইজারাদারের লোকজনের চাঁদাবাজি ও টিকটকারদের উৎপাত রোধসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাধবকুণ্ডগামী ৮ কিলোমিটার রাস্তায় সিএনজিচালিত অটোরিক্সা চালকদের নির্ধারিত ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়। পার্কিং এলাকা ছাড়া অন্যত্র থেকে ভাড়া আদায় বন্ধ ও নির্ধারিত রেট তালিকা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া পার্কিংস্থল সংস্কার, ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের উঠতে না দেয়া, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ পর্যটন বিকাশে নানা সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, মাধবকুণ্ড পর্যটন পুলিশের ইন্সপেক্টর ফয়সাল আতিক, কাঁঠালতলী ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, জালাল আহমদ, মাধবকুণ্ড পর্যটন ইজারাদার মেহেদি হাসান কবির, পর্যটন পুলিশের এসআই মিজানুর রহমান।
এছাড়াও স্থানীয় সিএনজি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।