খুলনার পাইকগাছায় ব্যবসায়ীক লেনদেনের লভ্যাংশ মাত্র ৩ হাজার টাকার জন্য ভাইপো চাচা সহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি উপজেলার গোপালপুর গ্রামে। পুলিশ রিপন নামে এক আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
আহত ফজলু গাজী জানান, আমার ভাই বজলু গাজী ও ভাইপো রাশেদ গাজী এক সাথে মাংশ ব্যবসা করে। ঈদের আগে বজলু গাজী ৩ হাজার টাকা বাকিতে মাংশ বিক্রি করে।লভ্যাংশের টাকা নিয়ে রাশেদ গাজীর সাথে বজলুর মনোমালিন্য সৃষ্টি হয়। আমি মধ্যস্থতা করে দেই। টাকা দিতে একটু দেরী হওয়ায় ভাইপো রাশেদ গাজী (২৭), ইসমাইল গাজী (২০), ও রিপন গাজী (২২) আমাকে রর্ড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আমার বোন আয়রা খাতুন (২৬), শালা নরীম মোড়ল (৩৫) ঠেকাতে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে। এলাকাবাসি আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তিকরে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ রিপন গাজীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। তিনি আরো জানান, মামলা হওয়ার পরেও আসামিরা মামলা তুলে নেয়ার জন্য জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গত শনিবার রাত ১১ টার দিকে গোপালপুর গ্রামে মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি