এবারের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে মাত্র ২২ বছর বয়সী স্যাম কার্লিং উত্তর-পশ্চিম কেমব্রিজশায়ারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি লেবার পার্টির সদস্য। খবর-বিবিসি।
বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, হাউস অব কমন্সের সর্বকনিষ্ঠ এই সদস্যকে অনানুষ্ঠানিকভাবে ‘বেবি অব দ্য হাউজ’ তকমা দেওয়া হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের এই স্নাতক কনজারভেটিভ পার্টির প্রবীণ এমপি শৈলেশ ভারাকে হারিয়েছেন মাত্র ৩৯ ভোটে।
এই বিজয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ বলে বর্ণনা করে কারলিং বলেছেন, তিনি আশা করেন, জনপ্রতিনিধি হওয়ার দায়িত্বে আরো বেশি সংখ্যক তরুণ এগিয়ে আসবেন। তারপর তারা পার্লামেন্ট এবং লোকাল কাউন্সিলে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবে। এটা (রাজনৈতিক) অনীহা মোকাবেলায় সহায়তা করবে।
এর আগে ‘বেবি অব দ্য হাউজ’ ছিলেন লেবার পার্টিরই কিয়ার ম্যাথার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েট ২০২৩ সালে সেলবি অ্যান্ড এনস্টি আসন থেকে জয় পেয়েছিলেন।
সুত্রঃ বিবিসি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৫৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি