নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে ২০ টাকা পাওনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে সুরমা ইউনিয়নের মইনপুর (জগন্নাথপুর) গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মো. বাপ্পি মিয়া (৩০) মইনপুর গ্রামের মো. ফজিল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গ্রামের নিজ বাড়ির সামনে মো. বাপ্পি মিয়ার ছোট ভাইয়ের কাছে একই গ্রামের মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন পাওনা ২০ টাকা চান। এ সময় বাপ্পি বলে এখন টাকা হাতে নেই, একটু পরে দিব। এ কথা বলার সাথে সাথে দোকানদার হৃদয় হোসেন ও মো. জসিমের ছেলে মো. হাসান মিলে একটি ধারালো ছুরি দিয়ে বাপ্পির পেটের মধ্যে আঘাত করে। সঙ্গে সঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিক তার স্বজনরা ও স্থানীয় লোকজন মিলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথেই সে মারা যান। হাসপাতালে নেওয়ার পর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতের আইনের আওতায় আনা হবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।