তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের সিরিজ খেলতে আজ সন্ধ্যায় ঢাকায় এসেছে ভারত। বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম দুই ওয়ানডে ও শেষ টেস্টটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আগামী ৩ ডিসেম্বর (শনিবার) থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে প্রথম ম্যাচের টিকিট। সকাল ৯টায় শুরু হবে টিকেট বিক্রি। টিকেট থাকা সাপেক্ষে বিক্রি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তারপরও টিকেট রয়ে গেলে ম্যাচের দিনও পাওয়া যাবে বুথে।
মাত্র ২০০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। এছাড়া ৩০০ টাকায় পাওয়া যাবে সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকেটে। ক্লাব হাউজের টিকেটের দাম ৫০০ টাকা এবং ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ১ হাজার ৫০০ টাকা।
✪ ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই তাসকিন, শঙ্কায় তামিম
✪ বিশ্বকাপ কাতার : চ্যাম্পিয়ন হয়েই নকআউটে মেসির আর্জেন্টিনা
✪ কাতার বিশ্বকাপ : দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা
করোনার ধকলের পর প্রথমবার পূর্ণ গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
/কেএইচএস/