যুক্তরাষ্ট্রের ফুলারটন কলেজ থেকে ক্লোভিস হাং নামে মাত্র ১২ বছর বয়সী এক ছেলে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কলেজ থেকে তাকে ইতিহাস, সামাজিক বিজ্ঞান, সামাজিক আচরণ ও স্ব-উন্নয়ন, শিল্প ও মানুষের অভিব্যক্তি এবং বিজ্ঞান ও গণিত বিষয়ে পাঁচটি ‘অ্যাসোসিয়েট অফ আর্টস’ ডিগ্রি দেওয়া হয়। গত সোমবার তিনি এসব ডিগ্রি লাভ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিবিএস নিউজের বরাতে এনডিটিভি জানায়, ২০২০ সালে ১৩ বছর বয়সী একজনের দ্বারা অনুপ্রাণিত হয়ে হাং সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করতে চেয়েছিলেন। হাং বলেন, ‘আমিও সর্বকনিষ্ঠ স্নাতক অর্জনকারী হতে চেয়েছিলাম। তবে আশা করতে পারিনি যে, এটা করতে পারব।’ তার মা সং চৈ বলেন, ‘হাং সবসময়ই স্ব-প্রণোদিত, লক্ষ্য-ভিত্তিক, পরিশ্রমী এবং কৌতূহলী। ফুলারটন কলেজে ‘বিশেষ ভর্তি’ প্রোগ্রামের অধীনে সে ভর্তি হয়।’
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাংয়ের অর্জন নিয়ে ফুলারটন কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক কেনেথ কলিন্স কেনেথ কলিন্স বলেন, ‘অন্য শিক্ষার্থীদের সঙ্গে হাংয়ের বয়স ও জ্ঞানের পার্থক্য নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু তার মধ্যে শিশু ও কলেজ ছাত্রের দুর্দান্ত মিশ্রণ দেখেছি। হাং একজন দুর্দান্ত ব্যক্তি ছিলেন। তিনি পরিবেশের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন।’
হাং জানান, প্রত্যেক সেমিস্টারের শুরুতে তিনি একটু ভীত থাকতেন। এই খুদে শিক্ষার্থী বলেন, ‘আমি আমার পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিলাম। আমি এমন কাজ করতে চাই, যা আমার সমাজের জন্য মঙ্গলজনক হবে। এখন আমি ষষ্ঠ ডিগ্রি অর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ’
সুত্রঃ সিবিএস নিউজ।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি