মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার (১ সেপ্টেম্বর) রাজধানীর হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
এর আগে, গতকাল শনিবার প্রায় ১৫ কোটি টাকা মূল্যের তামার ক্যাবল পাচারের সময় মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে ৭ জনকে আটক করে নৌবাহিনী।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এই পাচার কাণ্ডে বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন জড়িত। আরো জানা গেছে, চট্টগ্রামের কোম্পানি ইকবাল মেরিন সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্যাবলগুলো বের করে জেটি ঘাটে নিয়ে যাচ্ছিল।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি