স্পোর্টস ডেস্ক/S.H:
ভারত থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিন থাকার কথা ছিল আইপিএল খেলতে যাওয়া দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের। তবে কোয়ারেন্টাইন শেষ হওয়ার দুই দিন আগেই গত মঙ্গলবার মাঠে ফিরলেন এই দুই ক্রিকেটার।
আইপিএল ১৪ আসরে ডাক পেয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। কিন্তু করোনার মহামারীর কারণে মাঝ পথে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ২০২১ সালের আইপিএল। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে মুস্তাফিজ ও সাকিব গুরুত্ব অতুলনীয় তাই বিসিবি চার্টার্ড ফ্লাইটে করে ৬ মে ফিরিয়ে নিয়ে আসেন তাদের। ১৪ দিনের কোয়ারান্টাইনের কথা থাকলেও বিসিবির অনুরোধে দুই দিন আগেই মাঠে ফিরার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মাঠে ফিরে নিজের আনন্দের কথা জানান মুস্তাফিজুর রহমান। তবে এই দুই ক্রিকেটারকে মানতে হবে কিছু নিয়ম। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন জানান বায়ো-বাবলেই থেকেই অনুশীলন করতে হবে তাদের। এদিকে রবিবার ঢাকায় আসেন শ্রীলঙ্কা দল। বিসিবি জানান তাদের করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে সকলেরই।