কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরতে গিয়ে ফুলসাগর লেকের পানিতে ডুবে আনন্দ মিয়া (২৫) নামের মৃগী রোগে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিহত যুবকের মরদেহ ফুলসাগর লেক থেকে উদ্ধার করে।
নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের বালাটারী এলাকার সামসুল হকের ছেলে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানা গেছে, রবিবার বিকালে বাড়ীর পাশে ফুলসাগর লেকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যান তিনি। এদিকে রাত গভীর হলেও বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন ফুলসাগর লেকে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে লেকের পানিতে ওই যুবকের মরদেহ ভেসে উঠে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা যুবকের মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।
স্বজনদের ধারনা, মাছ ধরার সময় মৃগী রোগের খিচুনী দেখা দেয়ায় হয়তো সে ডুবে মারা গেছে।
ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুণ-অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি