মাগুরা জেলা প্রতিনিধি :- এইচ.এম রাজিব মাগুরা-২ নির্বাচনী আসনের আওয়ামীলীগ ও বিএনপির নির্বাচনী অফিসে মঙ্গলবার সন্ধ্যায় বোমা হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মাইক্রো বাসে করে মুখবাধা অবস্থায় কয়েকজন শালিখা উপজেলার সীমাখালি বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে বোমা হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে বোমা বিস্ফোরণের চিহ্ন দেখা যায়। এ সময় সেখান থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়। বোমা হামলার তিনজন আহত হয়েছে বলেও তিনি জানান। অপরদিকে সন্ধ্যা ৬ টার দিকে মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে বিএনপি’র নির্বাচনী অফিসে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উভয় ঘটনার জন্যে আওয়ামীলীগ ও বিএনপি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দায়ি করে বক্তব্য দিয়েছেন। এ আসনে আওয়ামীলীগ প্রার্থি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার এবং বিএনপি প্রার্থি হিসেবে সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।