মাগুরা জেলা প্রতিনিধি,
( এইচ.এম রাজিব) :-
মাগুরার শালিখা থানার শতখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু এবং বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ এর সহ-সভাপতি কবির শেখ,যুবলীগ নেতা মুন্না কাজী,ইউপি সদ্যস ওহাব,জসিম এবং পঞ্চপল্লী নেতা ও অভিনেতা এবং কন্ঠো শিল্পী পি.পি সোহাগ ।
তাছাড়া গান,নিত্য,অভিনায় করেন ঢাকা আর.কে ক্লাব এর মডেলিং নায়ক নায়কা কন্ঠো শিল্পী বিপাশা,বৃষ্টি,মনির,পলি,সোহেল,পলাস সহ স্থানীয় শিল্পী পিপি সোহাগ ।