মাগুরা জেলা প্রতিনিধি, এইচ.এম রাজিব :- মাগুরার দুটি আসনেই আওয়ামীলীগ প্রার্থি বিজয়ী হয়েছেন। মাগুরা-১ আসনের প্রাথী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর পেয়েছেন ২ লক্ষ ৭৪ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থি মনোয়ার হোসেন খান পেয়েছেন ১৬ হাজার ৪৬৭ ভোট। মাগুরা-২ আসনে আওয়ামীলীগ প্রার্থি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. বিরেন শিকদার ২ লক্ষ ৩০ হাজার ৬১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি প্রার্থি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পেয়েছেন ৫২ হাজার ৯ ভোট। রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি ভাবে চুড়ান্ত ফলাফল ঘোষণার পর মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা প্রশাসক মো. আলি আকবর বিজয়ী প্রার্থিদের ফুলেল শুভেচ্ছা জানান।