মাগুরা জেলা প্রতিনিধি:-
এইচ.এম রাজীব
মাগুরা শালিখা অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে গেছে এতে প্রায় দুই থেকে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার দিবাগত রাতে মাগুরা শালিখা উপজেলার আড়পাড়া বাজারের কাপড়পট্টি এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় ।
স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
আড়পাড়া বাজারে কালিগঞ্জ রোড এর ডানপাশে কাপড় পট্টিতে
অগ্নিকাণ্ড ঘটে ।
এসময় দোকানগুলোতে থাকা কাপড় বকেয়া হিসাবের খাতা সহ নগদ দশ বারো লক্ষ টাকা পুড়ে ছাই হয় এই অগ্নিকাণ্ডের শিকার হয় আব্দুল জব্বার, ইব্রাহিম, সুজিত রায়, আলমগীর ও এনামুল অগ্নিকাণ্ডে তাদের প্রায় দুই থেকে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা ধারণা করেছেন আল আমিন থেকে আগুনের উৎপত্তি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক, শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি বিধি অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দেন।