মাগুরা জেলা প্রতিনিধি :-
(( এইচ.এম রাজিব ))
মাগুরা শালিখার সিমাখালিতে জোরপূর্বক ইজিবাইক ষ্ট্যান্ড তৈরি করার পাইতারা চালাচ্ছে পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের ষ্ট্যান্ডার লিপটন ও মন্টুর নেতৃত্বে প্রায় ১০ জন স্থানীয় প্রভাবশালীরা।
জানা যায় শালিখা হরিশপুর, দিয়াডাঙ্গা, গোবরা সহ অন্যান্য গ্রামের ইজিবাইক ড্রাইভারদের মধ্যে মধু, শিপন, শিমুল, ইমরান, রসূল ও শের আলী গাড়ি নিয়ে ব্রিজ পার হয়ে নারিকেলবাড়ীয়া বাজারের মধ্যে পৌছালেই ষ্ট্যাডার লিপটন ও মন্টুর নেতৃত্বে শামীম, আমিন, শপন, বিপুল সহ ১০/১২ জন প্রভাবশালী তাদেরকে মারপিট, গাড়ি পোড়ানো ও গাড়ির চাবি কেড়ে নেয়ার হুমকি দিয়েছে।
শালিখা থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কবির শেখ জানান নারিকেলবাড়িয়া ইজিবাইক ড্রাইভারগুলো সীমানা পার হয়ে সিমাখালি থেকে ভাড়া নিয়ে যায় কিন্তু আমাদের কোন ড্রাইভার নারিকেলবাড়িয়া বাজারের মধ্যে গেলেই তাদের উপর নির্যাতন চালায়।
আমাদের ইজি বাইক ড্রাইভার গুলো অতি গরিব মানুষ কেউ ঋণ নিয়ে বা জমি বিক্রি করে গাড়ি ক্রয় করে অতি কষ্টের সংসার চালায়, যদি নতুন করে সিমাখালিতে কোন ষ্ট্যান্ড হয় তাহলে আমাদের ড্রাইভার দের কে অনাহারে দিন কাটাতে হবে।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায় নতুন করে ষ্ট্যান্ড হলে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।