গত ১৪ নভেম্বর চট্টগ্রাম মাইজভান্ডার শরীফস্থ মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভান্ডারী (ক.)’র ৯০ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, সেমিনার, মিলাদ মাহফিল, সেমা মাহফিল, আখেরি মুনাজাত ও তবরুক বিতরণের আয়োজন করা হয়।
সাজ্জাদানশীনে দরবার প্রফেসর শাহজাদা সৈয়দ মুহাম্মদ সফিউল গনি চৌধুরী মাইজভান্ডারী (মা.জি.আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভান্ডারী (ক.): জীবন দর্শন ও কর্ম’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মাওলানা খলিলুর রহমান।
মূল প্রবন্ধের উপর আলোচনা করেন-প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন, প্রফেসর ড. নিজাম উদ্দীন জামি, অধ্যাপক সেলিম উদ্দীন, মাওলানা সৈয়দ সালাউদ্দীন, মাওলানা সৈয়দ বশিরুল আলম, মাওলানা এনামুল হক, মাওলানা নজরুল ইসলাম আশরাফী, মাওলান আলী আজম রেজভী, মাওলান নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা আবু তৈয়্যব চৌধূরী, মাওলানা বেলাল উদ্দীন, মাওলানা মোতাহের হোসেন, মাওলান ওবায়দুল হক চৌধুরী, মাওলানা আরাফাত হোসেন, অধ্যক্ষ নুরুল ইসলাম, আলহাজ্ব মফজল আহমদ, শাহজাদা আহমদ গনি চৌধুরী, মাওলানা কাজী সেলিম উদ্দীন, হাবিবুর রহমান, কাজী মোবারক হোসেন প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন, হযরত শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভান্ডারী (ক.) এক বিষ্ময়কর প্রতিভা, তাঁকে জানার জন্য গভীর সাধনার প্রয়োজন।
পরিশেষে, বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীনে দরবার প্রফেসর শাহজাদা সৈয়দ মুহাম্মদ সফিউল গনি চৌধুরী মাইজভান্ডারী (মা.জি.আ)।
আজ ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪২ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি