মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ স্মরণ ও প্রকাশ করার জন্য মৌলভীবাজার পুলিশ লাইনে স্থাপন করা হচ্ছে টেরাকোটায় মুক্তিযুদ্ধ। এর ফ্রেমে তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনার স্বাধীনতার দৃশ্যপট। আছে পরাধীনতার শেকল থেকে বাঙালির মুক্তির স্বাদ বিশদভাবে তুলে ধরা হয়েছে। সেখানে প্রতিফলিত হয়েছে গৌরব, স্বপ্ন ও বেদনা আর চেতনাবোধ। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ টেরাকোটা উদ্বোধন করার কথা রয়েছে।
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় জানান, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যাতে পুলিশ সদস্যরাও জানতে পারেন, এজন্য জেলা পুলিশ এ উদ্যোগ নিয়েছে। মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে স্থাপন করা হয়েছে, যাতে পথচারীরাও দেখতে পারেন। টেরাকোটা সবার জন্য উন্মুক্ত। দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরাও দেখতে পারবেন। বিশেষ করে পাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি দেখে অনেক কিছু শিখবে ও জানার সুযোগ করে নিতে পারবে।
পুলিশ সুপার মুনজুর রহমান জানান, মৌলভীবাজার যেহেতু পর্যটন শহর, দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক আসেন। এ টেরাকোটার মাধ্যমে পর্যটকরা মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
নির্মিত টেরাকোটার কোনোটা বড় আকারের মুখোশ, কোনোটা নারীর গড়ন। মাঝখানে বড় পরিসরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেজোদীপ্ত তর্জনী। ৬০ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের এ শিল্পকর্মে রয়েছে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা যুদ্ধের অংশ নেয়া যোদ্ধারা। এক প্রান্তে ৮ ডিসেম্বর ৭১-এর শীতের সকালে একটি নতুন উদীয়মান সূর্যের উন্মোচন। আন্দোলন এবং স্বাধীনতার জন্য নয় মাসের লড়াইয়ে মৌলভীবাজার হানাদারমুক্ত দিবসে বিজয় উল্লাসের স্মৃতিপট তুলে ধরা হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৮ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি