মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে ৫১তম মহান বিজয় দিবস-২০২২ ইং উপলক্ষে র্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মশাহিদ আহমদ এর সঞ্চালনায় র্যালিটি চৌমোহনাস্থ অনলাইন প্রেসক্লাব (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীতে) থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গ জননী), শাহ মোঃ রাজুল আলী (দৈনিক ভোরের চেতনা), মঈনুল হক (সংবাদ সারাদেশ), চিনু রঞ্জন তালুকদার, (দৈনিক গণমুক্তি), জ্যোতির্ময় চক্রবর্ত্তী, (দৈনিক রুপবানী), রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), জাহেদুল ইসলাম পাপ্পু (কুলাউড়ার ডাক), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা), মো: আব্দুল্লাহ (পাতাকুড়ির দেশ), বিকাশ দাশ (প্রাইভেট ডিটেক্টিভ), বিজয় সাহা দৈনিক অপরাধ কন্ঠ) ও মোঃ সিফন মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দরা জানান-ডিসেম্বর-বাঙালির সর্বোচ্চ অর্জনের মাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও অলৌকিক তর্জনীর ইশারায় ন‘মাস যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করেছিল রক্তস্নাত মানচিত্র-চুড়ান্ত বিজয়। বিজয়ের এই ক্ষণে গভীর শ্রদ্ধায় অবনত হই। এবং সকল স্বপ্নসারথী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জ্ঞাপন করি সশ্রদ্ধ অভিবাদন। সম্মিলিত হয়ে অন্তস্পর্শী মমতায় উচ্চারণ করি “ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।