মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে গানের মাধ্যমে কটূক্তি করার দায়ে নাইজেরিয়ার এক গায়ককে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে দেশের শরিয়াহ আদালত।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ওই গায়কের নাম ইহায়া আমিনু শরিফ (২২)। তিনি নাইজেরিয়ার কানো রাজ্যের বাসিন্দা।
গত মার্চ মাসে অনুরাগীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে একটি গান শেয়ার করেছিলেন শরিফ। শেয়ারের সঙ্গে সঙ্গেই গানটি ভাইরাল হয়ে যায়। মুসলিম নেতারা অভিযোগ করেন, শরিফের ওই গানে হযরত মুহাম্মদকে নিয়ে কটূক্তি করা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনে তরুণ গায়কের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় এফআইআরও দায়ের করা হয়। শুরু হয় বিক্ষোভ। পরে স্থানীয় পুলিশ তরুণ গায়ককে গ্রেফতার করে।
কানো রাজ্যের ধর্ম বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, চার মাস ধরে বিচার প্রক্রিয়া চলেছে। অশান্তি এড়াতে রুদ্ধদ্বার কক্ষে বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। গায়ককে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ক্ষমাও প্রার্থনা করেছিলেন শরিফ।
তরুণ গায়ক জানিয়েছিলেন, ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও ইচ্ছা ছিল না।’ কিন্তু দেশের শরিয়ত আইন অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। যদিও নাইজেরিয়ার আইন বিশেষজ্ঞদের বক্তব্য, এই আদেশের বিরুদ্ধে চাইলে শরিফ উচ্চ আদালতে আপিল করতে পারবেন।