নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে চীন প্রথমবারের মতো তিনজন নভোচারী পাঠিয়েছে। সেখানে তারা ছয়মাস অবস্থান করবে। গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝো-১৫ নভোযানে করে তিন নভোচারী মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন। খবর বিবিসির।
মহাকাশে আগে থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক স্টেশন চালু রয়েছে। এবার দ্বিতীয় হিসেবে মহাকাশ স্টেশন তিয়ানগং যুক্ত হয়েছে। ২০১১ সালে নাসার মহাকাশ কার্যক্রম থেকে চীনকে বাদ দেওয়া হয়। এরপর নিজস্ব স্টেশন তৈরিতে মনোযোগ দেয় দেশটি।
চীনের আন্তর্জাতিক মহাকাশচারী ফেডারেশনের নির্বাহী পরিচালক ডক্টর ক্রিশ্চিয়ান ফেচিংগার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিকে বলেন, বিশ্ব এখন চীনের ক্রমবর্ধমান মহাকাশ সামর্থ পর্যবেক্ষণ করছে। শেংঝৌ-১৫ নভোযানে যে তিন নভোচারী গেছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন ৫৭ বছর বয়সী ফি জাংলং। তিনি ২০০৫ সালে শেংঝৌ-৬ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন। সেটি ছিল তার প্রথম মহাকাশ মিশন। বলা হচ্ছে আগামী এক দশকে চীন প্রতি বছর দুইবার মহাকাশে নভোচারী পাঠাবে।