তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল “যুক্তরাজ্য কমিনিউটির” রসনা স্পাইস রেস্টুরেন্টে এক মত বিনিময় সভা।
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বার বার নির্বাচিত মেয়র মহসিন মিয়া (মধু) সমর্থনে “রসনা স্পাইস”এ মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতা মহসিন আহমেদ ও আমিরুল ইসলাম (সামাদ) এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন মোঃ রুনু মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজা আহমেদ।
বিশেষ অতিথি: হাসান কবির (রুপক), ছাত্রনেতা জালালউদ্দিন আহমেদ (জিপু), ছয়ফুল আহমেদ(সুজা), মোঃ ইমরান আহমেদ, হারুনুর রশিদ, শ্রী অলক দাস, সরফরাজ আহমেদ (সরফু), মোঃ মসাইদ মিয়া, সুফিয়ান মিয়া , মুহিব উদ্দিন (সুমন), আল মামুন (টিটু), মোঃ আজিম উদ্দিন, রাজু আহমেদ, মোশাররফ আহমেদ (মনি), রাসেল আহমেদ, দুধু মিয়া, মোর্শেদ আহমেদ, শিপন আহমেদ, প্রিন্স আহমেদ, মোঃ রাগীব হাসান, মো: রুহিন আহমেদ, মোঃ আব্দুল হাশিমসহ শ্রীমঙ্গল যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির বয়জেষ্ঠ ব্যাক্তিবর্গ।
মতবিনিময় সভার শুরুতে মোঃ রাজা আহমেদ পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করে মহসিন মিয়া ( মধু ) সধ্য প্রয়াত চাচা সাবেক সংসদ সদস্য মরহুম আহাদ মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মতবিনিময় সভায় প্রারম্ভে শ্রীমঙ্গল পৌরবাসীর জন্যে দোয়া কামনা করেন। আগামীর সম্ভাবনাময় পৌরসভায় রূপান্তরিত করতে একটি আধুনিক মানসম্মত মডেল পৌরসভা, পর্যটন নগরী ও শান্তির শহর গঠন করার লক্ষ্যে মহসিন মিয়া (মধু)কে পুনরায় জনগণের ভোটাধিকার প্রয়োগ করে জয়যুক্ত করার আশা ব্যাক্ত করেন এবং সাথে সাথে সরকারের প্রতি দাবি জানান, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল প্রকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন কর্তৃক নিরপেক্ষ সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ জনগণের ভোট প্রক্রিয়া তৈরি ও সরকারের কর্তাব্যক্তিদের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনবান্ধব মূলক আচরণ পালনের আশা ব্যাক্ত করেন।
উপস্থিত প্রত্যেক বক্তা, তাদের বক্তব্যে একটি বিষয় বিশেষ ভাবে তুলে ধরেন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করার মত পরিবেশ তৈরি করার জন্য আশা করেন।
মতবিনিময় সভায় ভার্চুয়াল ভাবে যুক্ত হোন বর্তমান মেয়র মহসীন মিয়া (মধু) তিনি বক্তব্যের শুরুতে সকলের প্রতি কৃতজ্ঞ ও অতীতের ন্যায় শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির সকলের উদ্দেশ্যে বলেন আপনাদের বিগত দিনের মত করে সহযোগিতাই পারে শ্রীমঙ্গল পৌরসভাকে আরো অনেক দুর এগিয়ে নিতে।
মতবিনিময় সভায় উপস্হিত সকল সাংবাদিক ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানান সভা আয়োজক ছয়ফুল আহমেদ (সুজা) ও “রসনা পরিবার”।