রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক প্রয়াত আলেক্সি নাভালনির শেষকৃত্য শুক্রবার (১ মার্চ) মস্কোতে অনুষ্ঠিত হবে। নাভালনির সমর্থকরা বড় পরিসরে শেষকৃত্য করতে চাইলেও সরকার তাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার মস্কোর বরিসভস্কয় কবরস্থানে নাভালনিকে সমাহিত করা হবে। তার আগে রাজধানীর মেরিনো জেলার মাদারদ অব গড নামের একটি গির্জায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। এতে জড়ো হতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ।
১৬ ফেব্রুয়ারি কারাগারে হাঁটাহাঁটির একপর্যায়ে নাভালনি পড়ে যান। একপর্যায়ে অজ্ঞান হয়ে যান। এ সময় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চলে আসে।
দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার পরপরই নাভালনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তার বয়স হয়েছিল ৪৭ বছর।
মস্কো থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে খার্পের আইকে-৩ পেনাল কলোনির একটি কারাগারে নাভালনি আটক ছিলেন।
২০২১ সালে থেকে বন্দি এ রাজনীতিবিদকে গত আগস্টে নতুন করে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার আগে তাকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
নাভালনিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রাশিয়া এ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম