ময়মনসিংহে গতকাল সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন ফিলিং স্টেশনে এলপিজি গ্যাসবাহী টাংকার থেকে গ্যাস আনলোড করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। সোমবার সন্ধ্যায় দগ্ধ ৮ জনের মধ্যে একজন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।
নিহতরা হলেন-প্রাইভেটকার চালক সদর উপজেলার কিছমত গ্রামের বাসিন্দা হিমেল (৩০), রহমতপুর এলাকার আব্দুল কুদ্দুস (৮৫) ও অপর একজনের নাম জানা যায়নি।
বর্তমানে দগ্ধ ৭জনের মধ্যে ২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ৫ জনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোফাজ্জল হোসেন গনমাধ্যমে জানিয়েছেন, সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং এন্ড কনভারসন সেন্টারে এলপি গ্যাসবাহী ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ফিলিং স্টেশনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। পুড়ে ছাই হয়ে যায় একটি প্রাইভেটকারসহ চারটি অটোরিকশা। ঘটনাস্থলেই পুড়ে মারা যান প্রাইভেটকার চালক। দগ্ধ হন আটজন। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটসহ পুলিশ, সেনাবাহিনী ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৬ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি