তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে করোনা মহামারী মোকাবেলায় পিছিয়ে নেই সেচ্ছা সেবক টিমগুলোও, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর লাশ দাফন কাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী ৪টি সংগঠনের মধ্যে মবশ্বির রাবেয়া ট্রাস্টের উদ্যোগে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোজ মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে পৌরসভার হল রুমে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান এসব সুরক্ষাসামগ্রী স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে প্রদান করেন।
মবশ্বির রাবেয়ে ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর মেয়র মো.ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। অনুষ্ঠান উপস্থাপনা করেন ট্রাস্টের পরিচালক এস এম উমেদ আলী।
সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল ২৫০ টি পিপিই, ২ হাজার পিস মাক্স, ৮শত পিস হ্যান্ড গ্লাভস, ৩২ জোড়া পায়ের গাম বুট, ৪০টি (২৫০ মিলি বোতল) হ্যান্ড সেনিটািইজার, পুরুষ ও নারী মিলে কাপনের কাপড় ২৯ সেট।
সুরক্ষা সামগ্রী গ্রহন করেন, শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান (মুহিব), তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ), ইকরামুল মুসলিমীনের জেলা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া, শেইড ট্রাস্ট মৌলভীবাজারের জেলা সমন্বয়ক খিজির মোহাম্মদ জুলফিকার প্রমুখ।