আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত শুক্রবার (১২ আগস্ট) দেশটির রাজধানী পোডগোরিকো থেকে ৩৬ কিলোমিটার দূরে সেটিনজে শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, সন্দেহভাজন বন্দুকধারী মূলত পারিবারিক বিবাদে জড়িত ছিলেন। তার বাড়িতে থাকা একই পরিবারের তিন সদস্যকে হত্যার পর পথচারীদের লক্ষ্য করে গুলি করলে আরও ৭ জনের মৃত্যু হয়। পরে আরেক বেসামরিক নাগরিকের গুলিতে তিনি নিহত হন।
উল্লেখ্য, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী দ্রিতান আবজোভিচ মর্মান্তিক এ ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন।