চট্টগ্রাম শহরের চাকতাই ভেড়ামার্কেট বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার( ১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় অধিকাংশ বস্তিবাসী ঘুমিয়ে ছিলেন। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। পরে বস্তির বিভিন্ন ঘর থেকে আগুনে পোড়া ৮টি কঙ্কাল খুঁজে পায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরমধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঠিক কি কারণে আগুন লেগেছে তা জানা এখনো সম্ভব না হলেও গভীর রাতে কেন আগুন লাগলো এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিছুদিন আগে বস্তি দখল পালটা দখলের ঘটনায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।