ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে গুলজার পরিবহন নামের একটি ঘাতক বাসের চাকায় পৃষ্ট হয়ে মো.
শরীফ (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শনিবার(১৪সেপ্টেম্বর) সকাল ৮টায় লালমোহন পৌর শহরের মুসলিম হোটেলের সামনে
এ দূর্ঘটনা ঘটে।
নিহত শরীফ লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও
লালমোহন পৌরসভা ৬নং ওয়ার্ড এলাকার মো. কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান,ঘটনার পরে নিহত শরীফের সহপাঠী ও লালমোহন পৌর শহরের
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘাতক বাস চালককে আটকের দাবীতে
ভোলা-চরফ্যাসন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। উত্তেজিত ছাত্র,ছাত্রীরা
দুটি বাস ও একটি অটো বোরাক ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত
নিয়ন্ত্রনে আনেন। তবে ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়, ঘাতক বাস চালককে
প্রেপ্তার না করা পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।
লালমোহন থানার এসআই মো. ছায়েদুল জানান, শরীফ সকালে প্রাইভেট থেকে ফেরার
পথে চরফ্যাসন থেকে ছেড়ে আসা গুলজার পরিবহন নামের একটি বাস পৌর শহরের
মুসলিম হোটেলের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শরীফ। ঘাতক
বাসটি আটক করছে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, নিহত শরীফের
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা
হয়েছে।
কামরুজ্জামান শাহীন
ভোলা
০১৭১২-৯৬০৭৩