২২ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ
প্রদীপ কুমার দেবনাথ,
গত ২০ অক্টোবর, রবিবার গণভবনে যুবলীগের সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন ভোলার বোরহানউদ্দিনের ঘটনাটি পরিকল্পিত ও জঘন্য ঘটনা। ইতিমধ্যে সমস্ত তথ্য প্রমাণ হাতে চলে এসেছে। খুব শীঘ্রই এ ঘটনার রহস্য উদঘাটন করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যারাই এ ঘটনায় জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
একটি মহল উদ্দেশ্যপূর্ণভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য এমন ঘটনা ঘটাতে পারে। দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, তখনই দেখা যাচ্ছে কিছু ব্যক্তি জল ঘোলা করার চেষ্টা করছেন। যারা অপরাধী তাদের কোনও ক্ষমা নেই। আমরা কোনও অন্যায়-অবিচার বরদাশত করবো না। দেশকে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যে অভিযান শুরু হয়েছে, তা চালিয়ে যাওয়া হবে।
ভোলায় আইডি হ্যাক করা হয়েছে, তিনি জিডি করেছেন। আর যিনি আইডি হ্যাক করেছিলেন, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমার কথা হলো, আইডি হ্যাক করে যিনি নোংরা কথা লিখেছেন, তিনি তো মুসলমান। সত্যি যদি তার ধর্মে বিশ্বাস ও শ্রদ্ধা থাকতো, তাহলে রাসুল (সা.) সম্পর্কে তিনি এসব কথা লিখতে পারতেন না। তার পেছনে কারা আছে, তাদের খুঁজে বের করতে হবে। নবীর বিরুদ্ধে কেউ কিছু লিখলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।