ভোলা জেলা প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম বাবু ) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ পাওয়ার প্লান্ট উদ্বোধন করেন।
ভোলার জেলা প্রসাশক কার্যালয় প্রাঙ্গণে ভিডিও কনফারেন্স সভায় উপস্থিত ছিলেন ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এছাড়াও ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক,জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু,অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান,
মৃধা মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ভোলা নির্বাহী অফিসার কামাল হোসেন, সিভিল সার্জন ডাক্তার রথিন্দ্র নাথ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার,বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম সহ গন্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।
এ বিদুৎ কেন্দ্র থেকে বিদুৎ স্হানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদুৎ সরবরাহ করা হবে।
এর ফলে একদিকে যেমন বরিশাল – খুলনা অঞ্চলের ১৬ জেলায় নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহ করা যাবে।
অপরদিকে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে দেশের দক্ষিণা অঞ্চলের আর্থ – সামাজিক উন্নয়নের মাত্রায় আরও গতি সঞ্চার হবে।