ডেস্ক রিপোর্ট:: গ্রেফতার ও ক্রস ফায়ার আতংকের মধ্যে দিশেহারা হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাতক্ষীরার মাদক ব্যবসায়ী ও চোরাঘাট মালিকরা আবারও সদর্পে ফিরে এসেছে বাড়িঘরে। তারা রীতিমতো চোরাকারবার চালিয়েও যাচ্ছে।
এদিকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকতেই সাতক্ষীরার ভোমরা ফুলতলা সীমান্তের চোরাপথ গুলো দিয়ে আসছে লক্ষ লক্ষ বতোল ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী। আগের তুলনায় ইয়াবার চোরাচালান, খুচরা ব্যবসা কম হলেও প্রতিনিয়ত পুলিশ ও আইন প্রয়োগকারি সংস্থাগুলোর অভিযানে তা ধরা পড়ছে।
জানা গেছে সাতক্ষীরা সীমান্তের চোরাঘাটের মালিকরা নিজ নিজ এলাকায় ফের বহাল তবিয়তে রয়েছে। তারা তাদের পাচার কাজ চোরাগোপ্তাভাবে চুপিসারে বহাল রেখেছে। তবে ব্যাপক অভিযানের মুখে পাচার কাজ বাধাগ্রস্থ হওয়ায় কালোবাজারে ইয়াবার দাম বেড়েছে। আর ভরতে উৎপাদন নিশিদ্ধ ফেনসিডিল কারখানা গুলো ফের চালু হয়েছে ব্যপক ভাবে। আবারো ভারত থেকে বাংলাদেশে আসছে বস্তা বস্তা ভংঙ্কর মাদক ফেনসিডিল, গাজা, মদসহ সব ধরনের মাদক।
ভোমরা এলাকার একজন ব্যক্তি বলেন, টাকা থাকলেই খুব সহজেই ফেনসিডিল, ইয়াবা, গাঁজা পাওয়া যায়। তাই সন্তানদের নিয়ে খুবই দুঃচিন্তায় আছি। আমরা সাতক্ষীরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে, যত দ্রুত সম্ভব ভোমরা স্থলবন্দরে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তাহলে হয়তো আমাদের পরিবারগুলো মাদকের বিষাক্ত ছোবল থেকে মুক্তি পাবে।