একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩০ ডিসেম্বর) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই ভোট দেন তিনি। ধানমণ্ডি সিটি কলেজ কেন্দ্রে ভোট দান শেষে তিনি বলেন, ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জয় হবে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও তিনি এই কেন্দ্রে ভোট দিয়েছিলেন। রাজধানী ঢাকার ধানমণ্ডির সুধাসদনের বাসার ঠিকানায় (৫৪, ৫ নম্বর ধানমণ্ডি) ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে তার ভোট কেন্দ্র হচ্ছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।