বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের ১৭তম জাতীয় লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্ব ফলাফল গণনার কাজ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই গণনার কাজ শুরু হয়।
পশ্চিমবঙ্গে ৪২ আসনের ৫৮টি গণনাকেন্দ্রে ৩৭৬ হলে ৪ হাজার ৬৬৮ টেবিলে এই গণনা কাজ করা হচ্ছে। ২৫ হাজার গণনাকর্মীরা এই কাজে অংশ নিয়েছেন।
গণনা কাজের পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ৫৫ জন পর্যবেক্ষক রয়েছেন এবং গণনা কেন্দ্রের বাইরে ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছেন।
ভারতের ৫৪৩ লোকসভার আসন হলেও এবার একটি আসনের ভোট হয়নি। তাই বৃহস্পতিবার ৫৪২ আসনের ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় পুরো ভারত জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ভোট গণনা কেন্দ্রগুলোর বাইরে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য। গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় ১৯ মে। ভারতের নির্বাচন কমিশন জানায়, ৬৭ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।