হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়েরর রাণীশংকৈল উপজেলায় ভূয়া ইউএনও’র মাধ্যমে আর্থিক প্রতারণা থেকে রক্ষা পেলেন বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত।
এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৮ মে মঙ্গলবার বিকেলে।
জানা গেছে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্তের কাছে ১৮ মে মঙ্গলবার আড়াইটার দিকে ইউএনও’র পরিচয়ে একটি অজ্ঞাত মোবাইল ফোন নম্বর( ০১৮৭৭৬২০০)থেকে ফোন আসে। ওই ফোনে ইউএনও’র পরিচয়ে মুক্তিযোদ্ধা রতনের কাছে মুজিববর্ষ উপলক্ষে তার নামে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ এসেছে বলে জানানো হয়। এই সাথে বলা হয় যে, বরাদ্দকৃত ওই টাকা তুলতে আজকের বিকেল তিনটার মধ্যে ৪২ হাজার ২ শত টাকা জামানত হিসেবে সোনালি ব্যাংক রাণীশংকৈল শাখায় বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। এ টাকা জমা দেয়ার জন্য একটি মোবাইল নম্বরও ( ০১৮৮৮২৬৭৫৬৬) রতনকে দেয়া হয়। এতে মুক্তিযোদ্ধা রতনের সন্দেহ হলে তিনি ইউএনওকে ফোন দেন। ইউএনও তাকে ওই ফোন নম্বরগুলো নিয়ে বিকেল ৪টার মধ্যে তার অফিসে আসতে বলেন। রতন ওই নম্বরসহ দ্রুত ইউএনও’র কাছে এসে ঘটনা খুলে বলেন। পরে ওই নম্বরগুলোতে ফোন দিলে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এ সময় উপস্থিত সাংবাদিকরা এ তথ্য সংগ্রহ করেন।
এ ব্যাপারে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এ ঘটনাকে একটি প্রতারক চক্রের কাজ বলে উল্লেখ করেন। এবং থানায় অবগত করে নাম্বার গুলি ট্রেসিং এর জন্য নির্দেশ দেন। আজ ১৯ মে বুধবার তিনি মুক্তিযোদ্ধােদের ডেকে এ ব্যাপারে সচেতনতা বার্তা দেবেন বলে জানান।