ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় শতাধিক মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে এ তথ্য দেন তিনি।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ইতোমধ্যে ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে। এই ট্র্যাজেডিতে মরদেহের সংখ্যা শতাধিক হতে পারে।
রাজধানী কারাকাস থেকে ৫০ কিলোমিটার দূরের লাস তেজেরিয়াসে গত শনিবার (৮ অক্টোবর) রাতে টানা প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধস হয়। এতে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাটি কাদা ও আবর্জনায় ঢাকা পড়ে।
উল্লেখ্য, নিখোঁজদের সন্ধানে তিন হাজারেরও বেশি উদ্ধারকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন।