মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি – নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় এসএসসি পরীক্ষার আগের দিন ভুল প্রবেশপত্র হাতে পেয়ে অভিমানে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে
নীলফামারীর ডোমার উপজেলায় এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী তৃষ্ণা রানী উপজেলার মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
জানা যায়, ২০২০ সালের এসএসসি পরীক্ষার বাণিজ্য বিভাগে শিক্ষার্থী ছিলেন তৃষ্ণা রানী। কিন্তু পরীক্ষার এক দিন আগে তাকে মানবিক বিভাগে পরীক্ষা জন্য প্রবেশপত্র দেয়া হয়। এতে অভিমানে বাড়িতে ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।
এ ঘটনায় সাবেক ও বর্তমান দুই প্রধান শিক্ষক একে অপরকে দায়ী করলেও শিক্ষা কর্মকর্তার কাছে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
নীলফামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম বলেন, প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলায় এ ঘটনা ঘটেছে। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, ছাত্রী তৃষ্ণা রানী আত্মহত্যার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।