কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেন নামের এক বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কামাল হোসেন ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী ও গোয়েন্দা সংস্থার তথ্যসূত্রে জানা গেছে, শনিবার (৪ জুন) দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবির আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বিজিবি ক্যাম্প এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৭-এর সাব পিলার ৭-এর নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেনকে ধরে নিয়ে যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
তিনি নো-ম্যান্সল্যান্ডের কাছে বাংলাদেশের অভ্যন্তরের একটি বাড়ি থেকে ধান কিনে নিয়ে সেই ধানের বস্তাসহ আসার সময় নো-ম্যান্সল্যান্ড থেকে তাকে আটক করে বিএসএফের একটি টহল দল। তিনি বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম-২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।