ভুটানের রাজধানী থিম্পুতে কুয়েত ফেরত এক নারীর শরীরে প্রথম করোনা ভাইরাস পরিক্ষার ফল পজিটিভ আসে। করোনা ভাইরাসের ফলাফল পজিটিভ আসার পরে তাকে কোয়ারেন্টিন করে দেশটির সরকার। তার কয়েকদিন পরেই তার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেয়। কোয়ারেন্টিন থেকে ছাড়া পাবার পর সে তার পরিবার এবং বেশ কিছু লোকজনের সাথে মেলামেশা করে। তার সংস্পর্শে আসায় অনেকেই আক্রান্ত হয়।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে: “সংক্রমনের উৎস এবং তা কতটা বিস্তার পেয়েছে তা না জানায়, প্রত্যেককে নিজেদের ও নিজেদের পরিবারের সংক্রমন ঠেকাতে ঘরে থাকতে বলা হচ্ছে। স্কুল, অফিস, আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। শেষ খবর জানা অব্দি ভুটানে ১১৪ জন আক্রান্তের খবর পাওয়া যায়।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি