চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ২৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ঝড়ো শুরুর পর এক রানের ব্যবধানে তিন উইকেট হারায় ইংল্যান্ড। এরপর নতুন জুটি গড়েন ভিন্সি-কারেন। যে জুটি ভেঙেছেন মেহেদি মিরাজ।
ইংল্যান্ড ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা জেসন ভিন্সি ২৭ রান করছেন। তার সঙ্গী জস বাটলার। স্যাম কারেন ২৩ রানে আউট হয়েছেন। জেসন রয় ১৯ রানে। ফিল সল্ট ৩৫ রানে আউট হয়েছেন। ডেভিড মালান রানের খাতা খুলতে পারেননি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ১৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে শান্ত-মুশফিক ও সাকিবের ব্যাটে ভর করে আড়াইশ’ ছোঁয়া পুঁজি পেয়েছে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন সাকিব, দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান মুশফিকের। নাজমুল শান্ত দ্বিতীয় ওয়ানডে ফিফটি করে ৫৩ রানে ফেরেন। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন জোফরা আর্চার। দুটি করে উইকেট নিয়েছেন স্যাম কারেন ও আদিল রশিদ। একটি করে উইকেট পেয়েছেন রেহান আহমেদ ও ক্রিস ওকস।