বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই আলোচনা-সমালোচনার ম্যাচ। পাকিস্তান-ভারত ম্যাচকে ছাপিয়েও এখন বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে মানুষের মধ্যে উম্মাদনা কয়েকগুণ বেশি।
গতকাল বুধবার (২ নভেম্বর) বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হয়ে ফের বিতর্কিত হয়ে উঠেছে বাংলাদেশ-ভারতের ম্যাচটি। ম্যাচটিতে ভারত ৫ রানে জিতলেও খেলা শেষে পেনাল্টি থেকে ৫ রান না পাওয়ার আক্ষেপ জানান বাংলাদেশের খেলোয়াড়েরা।
মাঠে ‘ফেইক ফিল্ডিংয়ের’ অভিযোগ তোলা হলেও পেনাল্টি দেননি উপস্থিত আম্পায়াররা। এছাড়া বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
নতুন খবর, এই দুই ইস্যুতে এবার আইসিসি’র দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির পরবর্তী মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেইক ফিল্ডিং ও পক্ষপাতমূলক আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ।’ তবে এ নিয়ে অত সহজে অভিযোগ দেয়া যায় না বলে মনে করেন তিনি।
একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারতো। যেটা আমাদের দিকে আসতে পারতো। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি
সোহান (টাইগার উইকেটকিপার)
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি নিজেদের মধ্যে। অভিযোগ করার সুযোগ আছে কিনা দেখছি। বর্তমান যে নিয়ম তাতে এই ব্যবস্থা এখন সম্ভবত নেই। তারপরও বিষয়টি আমরা দেখছি।’
এদিকে, গতকাল এটি নিয়ে ম্যাচ শেষে আক্ষেপের সুরে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, ‘মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি… একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারতো। যেটা আমাদের দিকে আসতে পারতো। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।’