দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ভারত।শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিল্লিতে দুই দেশের যৌথ কমিশনের বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠকে রোহিঙ্গা সমস্যাসহ দুই দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদারে ৪টি সমঝোতা স্মারক সই হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম ভারত সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার দুপুরে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন মোমেন। এসময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়।
পরে বাংলাদেশ-ভারত পঞ্চম জয়েন্ট কনসালটেটিভ কমিশন-জেসিসি’র বৈঠকে অংশ নেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় সমর্থন দেয়ার কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে ভারত। নিরাপদ ও উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রায় ভারত বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে। সীমান্তে স্থিতিশীলতা রক্ষায়ও কাজ করবে দু’দেশ। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক, অবকাঠামো, জ্বালানি ও যোগাযোগ খাতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
একইদিন দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ৪টি সমঝোতা স্মারকে সই হয়। এসময় ভারতের পররাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।