ভারত-চীন সামরিক বৈঠক চলছে উত্তপ্ত গ্যালওয়ান উপত্যকায়ে। সূত্রের খবর ভারতীয় সেনা বাহিনীর মেজর জেনারেল লেবেল পর্যায়ের আলোচনা চলছে সকাল সাড়ে দশটা থেকে। এটি দ্বিতীয় দফার বৈঠক বলে সূত্রের খবর। হাজির রয়েছেন চীনা সেনাবাহিনীর আধিকারিকরাও। সোমবার রাতে যেখানে ভারত ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানেই সমস্যা সমাধানের বৈঠক বসেছে বলেই সূত্রের খবর। সোমবার রাতেই এই গ্যালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। তবে প্রথম পর্যায়ের আলোচনা অমিমাংশিতই থেকে গেছে।
Major General-level talks to be held today at 10:30 am to resolve the issues related to the violent face-off in Galwan area on June 15-16: Indian Army sources pic.twitter.com/vCAMZzZedr
— ANI (@ANI) June 18, 2020
সীমান্ত সমস্যা মেটাতেই দুই দেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত সীমান্ত থেকে সেনা সরানোর কোনও ইঙ্গিত দেয়নি চিন। তারমধ্যেই শুরু দ্বিতীয় দফার সামরিক পর্যায়ের আলোচনা। ভারতের পক্ষে থেকে দাবি করা হয়েছে মে মাসের আগের স্থিতাবস্তা ফিরেয়ে আনার দাবি করা হয়েছে। সূত্রে খবর চিন এখনও তাদের দেশের সৈন্য ভারতীয় ভূখণ্ডের মধ্যে প্রবেশ করাচ্ছে। পুরো গ্যালওয়ান এলাকাই তারা নিজেদের বলে দাবি করছে। যদিও ভারতের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হয়েছে।
মে মাসের শুরু থেকেই সীমান্ত উত্তেজনা বাড়তে থাকে। সিকিমের নাথুলা পাস থেকে যার শুরু। পূর্ব লাদাখের বেশ কয়েকটি এলাকায় ভারত ও চিনের সৈন্যরা সংঘর্ষে লিপ্ত হয়। চিনা সৈন্যরা একাধিকবার ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলেও অভিযোগ উঠেছিল। ভারতীয় সৈন্যদের পেট্রোলিং-এও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সীমান্ত উত্তাপ কমাতে দুই দেশই সামরিক পর্যায় একাধিকবার কথা বলেছে। তারই মধ্যে সোমবার রাতে ভয়ঙ্কর হিংসার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রমণে আনতে বুধবার রাতেও দুই পক্ষ কথা বলেছিল। কিন্তু সেই বৈঠক অমিমাংশিত থেকে গেছে। সুত্রঃ এশিয়া নেট।