শনিবার (১৪ মার্চ) মধ্যপ্রদেশে করোনা আতঙ্ক দূর করতে বিরাট হনুমান পূজার আয়োজন করে বিজেপি নেতা। তারপরই সংবাদমাধ্যমকে কৈলাশ জানান, ৩৩ কোটি দেবতা থাকতে করোনা কিছুই না । কারণ দেশটি অনেক পবিত্র। বিজেপি নেতার এ কথাকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্কের।
করোনা আতঙ্কে ভারতের অধিকাংশ রাজ্যে স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানও, পিছিয়েছে আইপিএল লিগ। দেশটিতে যেকোনো বড় জমায়েএ নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। এ ভাইরাসের সংক্রমণ থেকে বাদ যায়নি ভারতও। এ ভাইরাসে এরইমধ্যেই দিল্লি ও কর্ণাটকের দুজনের মৃত্যু হয়েছে, এবং আক্রান্ত হয়েছেন প্রায় ১০০ জন।
প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বব্যাপী সচেতনতার বার্তা দিচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তবে এসব কিছুর মধ্যেই আজব কিছু উপায়েরও অনেক নিদর্শন পাওয়া যাচ্ছে। বিভিন্ন যজ্ঞ, পূজা-অর্চনা, গোমূত্র-গোবর দিয়ে করোনা সংক্রমণ সারানোর ব্যাপারগুলো তো ছিলোই, এবার সে তালিকায় যুক্ত হয়েছে কৈলাশ এর নতুন এই উপায়টি। এছাড়া করোনা সাড়াতে দেবতা এর শরণাপন্ন হতেও পরামর্শ দিচ্ছেন বিজেপি নেতারা।
এর আগে বঙ্গ বিজেপির সভাপতি দিলিপ ঘোষ বলেন, দেবী মায়ের প্রসাদ খেলে করোনা হবে না। মায়ের আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে বলেই আমরা সুরক্ষিত আছি। এরপর দিলিপের এ তত্ত্বকে ঘিরে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে।
একুশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজেপি নেতার এমন কথায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। এবার সেই একইপথে হাটলেন বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গিয়।