আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সোমবার (৪ জুলাই) সকালে জাংলা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানায়, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বাসটি নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। উদ্ধারকাজ চলছে।
কুলু জেলা কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, বাসটি কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে সেটি খাদে পড়ে যায়।
উল্লেখ্য, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।