আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী দেশ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। খবর এনডিটিভির।
আজ বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে হতাহতের এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মন্দিরের পালকিটি ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল। বুধবার ভোরে কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংঘর্ষ হয়৷ এতেই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মৃতদের মধ্যে দুজন শিশু। এছাড়া আহত আরো তিনজনকে চিকিৎসার জন্য থানজাভুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
এছাড়া বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেছেন ১০ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে।