ভারতের উত্তরাখণ্ডের পৌরি-আলমোরা সীমান্তে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন ৩৬ জন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় গুরুতর আহত অন্য ৯ যাত্রীকে আকাশপথে হাসপাতালে নেয়া হয়েছে। খবর-এনডিটিভি, দ্য হিন্দুস্তান টাইমসের।
স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে গাড়ওয়াল থেকে কুমায়ন যাওয়ার পথে গাড়ওয়াল মোটরসের বাসটি এ মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তরাখণ্ডের পৌরি-আলমোরা সীমান্তে রামনগরের কুপির কাছে বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। উদ্ধার কাজ চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনাকালে বাসে কমপক্ষে ৪৫ যাত্রী ছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি লিখেছেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুঃখজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানির দুঃসংবাদ পেলাম। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।’
আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫১ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি