অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাহিনীটির সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সকাল ০৬৫০ ঘটিকায় বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ফকিরমোড়া বিওপির টহল দল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আটককৃত অপর ব্যক্তিরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। ইতোমধ্যে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি