আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মণিপুরে ভারি বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩৮ জনের বেশি। গত বৃহস্পতিবার (৩০ জুন) ভারি বৃষ্টির কারণে রেলওয়ের নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভয়াবহ ভূমিধস হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয়। স্থানীয় পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হতাহতদের চিকিৎসা ও উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও।
মণিপুর পুলিশ মহাপরিচালক পি. দৌঙ্গজেল এনডিটিভিকে বলেন, এখনও উদ্ধার অভিযান চলছে। বৃষ্টি কিছুটা কমায় অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কতজন লোক আটকা পড়েছে তাও স্পষ্ট নয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন। এক টুইট বার্তায় গভীর সমবেদনা জানান তিনি। পাশাপাশি উদ্ধার অভিযানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, বন্যা ও ভূমিধসে আসামের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তির সীমা নেই। যারা ঘরবাড়ি হারিয়েছেন এখনও রাস্তার ওপর কিংবা আশ্রয়কেন্দ্রে দিন কাটছে তাদের। দেখা দিয়েছে খাদ্য সংকট। ত্রাণসহায়তা পেলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি বন্যার্তদের।