ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমাদের সতর্কতার সাথে চলতে হবে। তার নেতিবাচক কথা-বার্তার কারণেই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিএনপি মহাসচিব এসব মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে। তবে পতিত স্বৈরাচাররা এখনও নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
তিনি বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগের সৃষ্ট জঞ্জাল পরিষ্কার করে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবে এই প্রত্যাশা থেকেই আমরা তাদের এ দায়িত্ব দিয়েছিলাম। সেই নির্বাচনের মাধ্যমে আমরা তরুণদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব।’
ফখরুল বলেন, আমরা বারবার নির্বাচন নিয়ে কথা বলছি। কারণ, আমরা বিশ্বাস করেন জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার উদ্যোগ সফল হতে পারে না। এ ধরনের অংশগ্রহণ কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব। সংসদকে কার্যকর করতে পারলে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ও চর্চা নিশ্চিত করা সম্ভব হবে।
আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৪ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি