ভারতে নিয়ে যাওয়ার প্রলোভনে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে পাচারের সময় বাগেরহাট জেলা থেকে নিখোঁজের চারদিন পর তরুণী ঐশীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ। সোমবার (২০ নভেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ।
পুলিশ জানায়, অনলাইনের মাধ্যমে ঐশীর সাথে এক ভারতীয় যুবকের পরিচয় হয়। সেই যুবকের কথা মত সে কুড়িগ্রামের ফুলবাড়ী হয়ে ভারতে যাওয়ার উদ্দ্যেশে বাগেরহাট থেকে এখানে পালিয়ে আসে।
এদিকে গত ১৬ নভেম্বর বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পালেরখন্ড এলাকা হতে ঐশি বাড়ই (১৭) নিখোঁজ হন। পরে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় সাধারন ডাইরী (জিডি) করেন ঐশীর বাবা মিলন বাড়ই।
জিডির প্রেক্ষিতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উপজেলা সদরের ব্র্যাক মোড় এলাকা থেকে নিখোঁজ ঐশি বাড়াই (১৭) কে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার পরিবারকে অবগত করা হলে ফুলবাড়ী থানায় উপস্থিত হয়ে তারা তাকে ফিরিয়ে নিয়ে যান।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, গতকাল ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১১ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি