আসন্ন দুর্গাপূজায় এবার ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের রফতানি শাখা-২ এর উপ-সচিব সুলতানা আক্তার।
বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি শাখা-২ এর উপ-সচিব সুলতানা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণসাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনের অনুরোধ করা হলো। এ সময়ের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি